পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-২৭, বিজ্ঞান
চতুর্থ অধ্যায় : বায়ু- নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- ০৬ জুলাই ২০২৩, ০০:০৫
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : বায়ু’ থেকে আরো ১০টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
।প্রশ্ন : বায়ু দূষণের কারণ কী?
উত্তর : বিভিন্ন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।
প্রশ্ন : বায়ু কী?
উত্তর : যার ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে এবং সাধারণত উচ্চ চাপের স্থান হতে নিম্নচাপের স্থানে প্রবাহিত হয় তাকে বায়ু বলে। বায়ু একটি মিশ্রিত পদার্থ।
প্রশ্ন : আমাদের চার দিকের বায়ুর আবরণকে কী বলে?
উত্তর : আমাদের চার দিকের বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।
প্রশ্ন : শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডারে কী দেয়া হয়।
উত্তর : শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডারে অক্সিজেন দেয়া হয়।
প্রশ্ন : বায়ুদূষণ কী?
উত্তর : বায়ুতে রোগজীবাণু, ধূলিকণা, দূষিত গ্যাস ইত্যাদি মিশ্রিত হয়ে বায়ুকে দূষিত করে। বায়ুর স্বাভাবিক উপাদানের পরিবর্তন হলে আমাদের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে।
প্রশ্ন : আমরা কোন কোন কাজে বায়ু ব্যবহার করি?
উত্তর : আমরা চরকা ঘোরাতে, টার্বাইন চালাতে, বৈদ্যুতিক পাখা, পাল তোলা নৌকা চালাতে বায়ু ব্যবহার করি।
প্রশ্ন : সুস্থ মানুষ কোন কাজে অক্সিজেন ব্যবহার করে?
উত্তর : সুস্থ মানুষ পানির নিচে মুক্তা আহরণে ও পর্বত আরোহণে অক্সিজেন ব্যবহার করে।
প্রশ্ন : বায়ুবাহিত দু’টি রোগের নাম লিখ।
উত্তর : বায়ুবাহিত দু’টি রোগের নাম হলো- যক্ষ্মা ও বসন্ত।
প্রশ্ন : বায়ুদূষণ রোধের দু’টি উপায় লিখ।
উত্তর : বায়ুদূষণ রোধের দু’টি উপায় হলো-
১. বনভূমি সংরক্ষণ করা।
২. কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার বন্ধ করা।
প্রশ্ন : বায়ু দূষিত হলে কী কী রোগ হতে পারে?
উত্তর : দূষিত বায়ু সেবনে শরীরে অ্যালার্জি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি হতে পারে।